Wellcome to National Portal
গাজী ওয়্যারস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০২৫

সংক্ষিপ্ত ইতিহাস

গাজী ওয়্যারস্ লিঃ শিল্প মন্ত্রণালয়ের আওয়াতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন(বিএসইসি) এর নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র বৃহৎ সুপার এনামেল তামার তার প্রস্তুতকারী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্টান। প্রতিষ্টানটি ১৯৬৫খ্রিঃ সালে ব্যক্তি মালিকানায়, বিশ্ববিখ্যাত“ফুরুকাওয়া ইলেকট্রিক কোম্পানী” জাপান এর সহিত কারিগরী সহায়তায় স্থাপিত। স্বাধীনতা উত্তর প্রতিষ্ঠানটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭২ সালে পিও-২৭ মূলে জাতীয়করণ করে বাংলাদেশ প্রকৌশল ও শিপবিল্ডিং করপোরেশন এর সাথে একীভূত করা হয় । যা পরবর্তীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়। ক)সুপার এনামেল তামার তার গেজ (১২ হতে ৪৬), খ) এনিল্ড তামার তার গেজ (১০ হতে ৪৬) গ) এইচডিবিসি( হার্ডড্রন বেয়ার তামার তার) গেজ (১ হতে ৪৬)উৎপাদনে এই প্রতিষ্ঠানটি বিএসটিআই এবং ৯০০১ঃ২০১৫ সনদপ্রাপ্ত।