কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১১ অক্টোবর, ২০২১ এ ০২:০৬ AM

জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এন.ডি.সি, চেয়ারম্যান,বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন মহোদয়ের ০৯/০৯/২০২১ তারিখে গাজী ওয়্যারস্ লিঃ পরিদর্শন করেন।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-০৯-২০২১ আর্কাইভ তারিখ: ৩০-০৬-২০২২

০৯-০৯-২০২১, বৃহস্পতিবার গাজী ওয়্যারস্ লিঃ প্রথমবারের মত পরিদর্শনে করেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত সচিব এবং চেয়ারম্যান, বিএসইসি জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি পরিদর্শন টীমে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং পরিচালক(বাণিজ্যিক), বিএসইসি জনাব এ কে মহিউদ্দিন আহমদ এবং সচিব, বিএসইসি জনাব এ. কে. এম. আনোয়ার মোর্শেদ মহোদয়'গণ গাজী ওয়্যারের কারখানা এবং নতুন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন করেন। অতঃপর কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন